কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত : ভর্তি করা হল চিকিৎসাকেন্দ্রে

6th October 2020 11:57 am কলকাতা
কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত : ভর্তি করা হল চিকিৎসাকেন্দ্রে


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : ফের টলিপাড়ায় করোনার থাবা । এবার কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর করোনা রিপোর্ট পজিটিভ আসার পরেই অভিনেতাকে ভর্তি করা হল বেসরকারী চিকিৎসাকেন্দ্রে । ঘটনার খবর প্রচারে টলিপাড়ায় চাঞ্চল‍্য । কয়েকদিন ধরেই শারিরীক ভাবে অসুস্থ ছিলেন " ফেলুদা " । দীর্ঘদিন ধরেই তিনি সিওপিডিতে আক্রান্ত । নিয়মিত চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতেন সৌমিত্রবাবু । গতবছর নিউমোনিয়া ধরা পড়েছিলো তাঁর । শ্বাসকষ্টজনিত সমস‍্যা নিয়ে ভর্তিও হয়েছিলেন তিনি । জানা গেছে , গত ১ লা অক্টোবর শেষ শুটিং এর কাজ করেছেন তিনি । পরমব্রত চট্টোপাধ্যায় এর পরিচালনায় তাঁর বায়োপিক " অভিযান " এ অভিনয় করেছিলেন তিনি । সৌমিত্র চট্টোপাধ্যায় এর দ্রুত আরোগ‍্য কামনা করেছেন সকলেই । বর্ষীয়ান অভিনেতাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা । 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।